কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি পুরো সপ্তাহ (১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত) জুড়েই দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া একাধিক বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক সপ্তাহের আবহাওয়া পূর্ভাভাসে এমন তথ্য জানিয়েছে।

কৃষি আবহাওয়া বিভাগ থেকে বলা হয়, এ সপ্তাহের প্রথম দুই দিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অবশিষ্ট সময়ে দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় সকাল হতে মধ্য রাত পর্যন্ত হাল্কা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।