ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা থেকে ঝগড়া হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । সেইসাথে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার ( ১ সেপ্টেস্বর ২০২০) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট, পবনা,  বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ৪৫- ৬০ কিলোমিটার বেগে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদী বন্দসমূহকে ১ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।