নিজস্ব প্রতিবেদক: সাগরে লঘুচাপের কারণে ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত, নদীবন্দরে সতর্কতা সংকেত দেয়া হয়েছে। আজ সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানের নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানীতেও সারাদিন দেখা মিলতে পারে বৃষ্টির।

আজ শুক্রবার (২৩ জুলাই) আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির ফলে সারাদেশের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে দমকা অথবা ঝড়োহাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার ফলে এর প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে পরা শুরু করেছে। ঢাকা ও রাজধানীতেও সারাদিন মেঘলা আকাশ, দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুইদিনে আবহাওয়ার পরিস্থিতি সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নদী বন্দরে সতর্কসংকেত: ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও উত্তর পূর্ব দিকে বংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের কোথাও কোথাও মাঝারি অবস্থীয় বিরাজ করছে।