নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের আম পশ্চিমাবিশ্বে বেশ সুনাম কুড়িয়েছে। প্রতিবছরই সাতক্ষীরার সুমিষ্ট আম পাড়ি দিচ্ছে ডেনমার্ক, জার্মানিতে। এবার জেলার গোবিন্দভোগ আম প্রথমবারের মতো রপ্তানি হচ্ছে হংকংয়ে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কমকে জানান, এ বছর সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে রয়েছে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আম। এসিআই লজিস্টিক লিমিটেডের স্বপ্নের মাধ্যমে গোবিন্দভোগ আম হংকং যাচ্ছে।

পড়তে পারেন: বাজারে উঠছে রাজশাহীর আম, দামে খুশি চাষিরা

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশ থেকে ৬০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হবে। এর মধ্যে সাতক্ষীরার আম থাকবে ১০০ মেট্রিক টন। আগামী ১৯ মে আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরীক্ষামূলকভাবে ১০০ কেজি গোবিন্দভোগ আম যাচ্ছে হংকংয়ের বাজারে।

নুরুল ইসলাম বলেন, “বিদেশে আম রপ্তানির জন্য ৫০০ চাষীকে আমরা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছি। নির্ধারিত এসব বাগান থেকেই আম বিদেশে রপ্তানি হবে।”

গত শনিবার (১৪ মে) সাতক্ষীরা সদরের কুকরালি এলাকা থেকে অনুষ্ঠানিকভাবে গোবিন্দভোগ আম রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গত এক দশক ধরে সাতক্ষীরার হিমসাগর, ন্যাংড়া রপ্তানি হয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশে। গোবিন্দভোগ আম গত বছর ডেনমার্ক, জার্মানি রপ্তানি হয়েছিল।

পড়তে পারেন: এই মাসেই বাজারে আসছে নওগাঁর আম

এদিকে রাজশাহী জেলা ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, রাজশাহী থেকে গত মৌসুমে ১৫ লাখ টাকার আম মধ্যপ্রাচ্যে রফতানি হয়েছিল। এবার পরিমাণ অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এবার আমের আকার তুলনামূলক বড় হবে। ফল কম ধরলে আকার বড় হয়। ফলনে চাষিদের সামান্য শঙ্কা থাকলেও কৃষি বিভাগ তা মনে করছে না। বড় ধরণের কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে।

এগ্রিকেয়ার/এমএইচ