ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সকাল থেকেই সারাদিনই বজ্রসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির  সম্ভাবনা রয়েছে।

সারাদিনই বজ্রসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা এর এ তথ্য আজ সোমবার (৮ এপ্রিল) সকালের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর প্রকাশ করেছে। এছাড়া সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসেও এ তথ্য দেয়া হয়েছে।

তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল ছাড়া বাকি অঞ্চল সমূহে বজ্রসহ ঝড় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির হতে পারে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের প্রায় সব জেলাতেই আজকের আবহাওয়া প্রতিকূল থাকতে পারে।

সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রোববারের পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি দাম

সিনপটিক অবস্থা: লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্র (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।