সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে Thesis and Technical Report Writing শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

৩ দিনব্যাপী সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.এফ.এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স কোর্ডিনেটর প্রফেসর ড. মো: আবু সাঈদ। এ সময় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সকল বিভাগীয় চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে ড. মো: মতিয়ার রহমান বলেন, ছাত্র-ছাত্রীদেরকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে হবে। তবেই তারা মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবে। প্রশিক্ষণে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের এম.এস. পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছেন।

এদিকে ১২টার দিকে ক্যাম্পাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিকৃবি’র অফিসার পরিষদের উদ্যোগে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পরে জাতির জনক ও তাঁর পরিবার বর্গ সহ ৭১ এর বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিকৃবি’র রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম শোয়েব, শিক্ষক সমিতির সভাপতি মো: সাজেদুল ইসলাম, বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।