সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বাঁধন ইউনিটের বার্ষিক সাধারন সভা ও দায়িত্ব হস্তান্তর ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০১৯ কার্যকরী পরিষদ গঠন করা হয়।

নতুন কর্যকরী পরিষদ এ সভাপতি নির্বাচিত হয়েছে জাহিদ হোসেন ও সাধরন সম্পাদক নির্বাচিত হয়েছে জুনাইদ আহম্মেদ।

আজ শনিবার বিকাল ৩ টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারন  সভায় তৌহিদুর রহমান এর সভাপতিত্বে ও খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মৃত্যুঞ্জয় কুন্ডু, কৃষি অনুষদের ডিন ড. আবুল কাশেম সহবিশ্ববিদ্যালয় ইউনিটি এর শিক্ষক উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টা এবং বাঁধন এর কর্মীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাঁধন এর কর্মীদের প্রশংসা করে বলেন, রক্ত দান মহৎ কাজ, রক্তদানের মাধ্যমে আমরা একে অপরের জীবন বাঁচাতে সাহায্য করে থাকি, আমি তোমাদের সফল্য কমনা করি। পরে কার্যকরী পরিষদ এর সকল সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়।