সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, একহাতে বাজে অগ্নিবীনা কন্ঠে গীতাঞ্জলী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক মহামহিম ব্যক্তিত্ব। তিনি ছিলেন সব সময় মানুষ ও মাটির কাছাকাছি। বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় আমাদের সাম্যের বাণী শুনিয়েছেন, অসাম্প্রদায়িকতার মহান দীক্ষায় দীক্ষিত করেছেন।

তাঁরা মিশে আছেন বাঙ্গালীর সত্বায়, স্বকীয়তায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক সংগঠন বিনোদন সংঘ আয়োজন করেছে রবীন্দ্র নজরুল উৎসব।

আগামীকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) ২৪ মাঘ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে বিকেল ৫ টায় এ আয়োজন শুরু হবে। বিনোদন সংঘের পাশাপাশি উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসবেন সিলেটের সাংস্কৃতিক সংগঠন আনন্দলোক, নজরুল পরিষদ ও ছন্দ নৃত্যালয়ের শিল্পীবৃন্দ।

মূলমঞ্চে রবীন্দ্রনাথ নজরুলে গান নাচ আবৃত্তি পরিবেশনার সাথে থাকবে শীতের পিঠাপুলির আয়োজন। সিলেটের সংস্কৃতিপ্রেমী সবাইকে উৎসব উপভোগ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছে বিনোদন সংঘ।