গোলাম মর্তুজা সেলিম, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক সংগঠন বিনোদন সংঘের আয়োজনে রবীন্দ্র-নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বিকেল ৫ টায় এই উৎসব শুরু হয়।

‘রবীন্দ্র-নজরুল উৎসব’ শিরোনামে এই আনন্দানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সিলেটের সাংস্কৃতিক সংগঠন আনন্দলোক, নজরুল পরিষদ ও ছন্দ নৃত্যালয়ের শিল্পীবৃন্দ।

মূলমঞ্চে রবীন্দ্রনাথ-নজরুলের গান নাচ আবৃত্তি পরিবেশনার সাথে চলে শীতের পিঠাপুলির আয়োজন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বিনোদনের সংঘের পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি হয়।