এগ্রিকেয়ার২৪.কম ফসল ডেস্ক: শিম চাষের জন্য এখন উপযুক্ত সময়। সঠিকভাবে ভালো জাতের সিম চাষ করলে মিলবে শতভাগ সফলতা। পাঠক আসুন জেনে নেয়া যাক কোন মাটিতে কীভাবে শিম চাষে মিলবে শতভাগ সফলতা।

উপমাটি ও জলবায়ু: দোআঁশ, এটেল দোআঁশ ও বেলে মাটিতে শিম চাষ করা যায়। তবে দোআঁশ মাটিতেই এর উৎপাদন ভাল হয়। শিম ঠান্ডা ও শুষ্ক আবহওয়ায় ভাল ফলন দিয়ে থাকে।

বপনের সময়: আষাঢ় থেকে ভাদ্র মাস (মধ্য জুন থেকে মধ্য সেপ্টেম্বর)।

বীজ বপন পদ্ধতি: বসত বাগানে ৯০ সেমি চওড়া ও ২৫ সেমি গভীর করে ২-৩ মাদা তৈরি করতে হয়। মাদা প্রতি ৪-৫টি বীজ বুনতে হবে। মাঠে চাষের জন্য ২মিটার চওড়া বেড তৈরি করে ২-৩ মিটার দূরত্ব একই ভাবে মাদায় বীজ বুনতে হবে। চারা গজালে মাদা প্রতি ১-২ টি সবল চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে।

বীজের হার: হেক্টরপ্রতি ৫-৭ কেজি। সারের পরিমাণ ও নাম: সারের পরিমাণ/হেক্টর: গোবর ৯-১২ কেজি, খৈল  ১৮০-২০০ কেজি, টিএসপি ৯০-১১০ কেজি, ছাই ১.৫-২.৫ টন।

সার প্রয়োগ পদ্ধতি: চারা গজালে ২-৩ সপ্তাহ পর পর ২ কিস্তিতে ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে।

অন্তর্বর্তীকালীন পরিচর্যা: বীজ বপনকালে বৃষ্টি থাকতে পারে। তাই গাছের গোড়ায় পানি যেন  না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদফতর।