এগ্রিকেয়ার২৪.কম আন্তর্জাতিক কৃষি ডেস্ক: বিশ্বের সপ্তম শীর্ষ সয়াবিন তেল উৎপাদনকারী দেশ রাশিয়া এবার নিজেদের দেশের এ পণ্য উৎপাদনে রেকর্ড করেছে।

২০০৩ সালের পর থেকে দেশটির সয়াবিন তেল উৎপাদন খাতে কখনই মন্দাবস্থার দেখা না মেলা এ দেশটি টানা ১৪ বছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় সর্বশেষ ২০১৭ সালে প্রায় সাড়ে আট লাখ টন সয়াবিন তেল উৎপাদন হয়েছে।

রাশিয়ার ইতিহাসে এটাই সয়াবিন তেল উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি।

ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে রাশিয়ায় আগের বছরের তুলনায় ৯ দশমিক ৮৬ শতাংশ কমে সাকল্যে ৬৪ হাজার টন সয়াবিন তেল উৎপাদন হয়েছিল। এর পর থেকে দেশটির সয়াবিন তেল উৎপাদন খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

পরের বছর রাশিয়ায় ভোজ্যতেলটির উৎপাদন ৩৯ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৯ হাজার টনে। ২০০৫ সালে দেশটিতে সয়াবিন তেল উৎপাদন প্রথমবারের মতো এক লাখ টনের মাইলফলক ছাড়িয়ে যায়। এ সময় রাশিয়ায় ১ লাখ ৭ হাজার টন সয়াবিন তেল উৎপাদন হয়েছিল।

প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০০৮ সালে রাশিয়ায় ২ লাখ ৫১ হাজার টন সয়াবিন তেল উৎপাদন হয়েছিল। দেশটির ইতিহাসে দুই লাখ টনের বেশি সয়াবিন তেল উৎপাদনের এটাই প্রথম ঘটনা।

পরের বছর দেশটিতে ভোজ্যতেলটির উৎপাদন ৩৫ দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৪০ হাজার টনে। সাত বছরের ব্যবধানে ২০১৬ সালে রাশিয়ায় সয়াবিন তেল উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৮৮ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

সর্বশেষ ২০১৭ সালে রাশিয়ায় সয়াবিন তেল উৎপাদন ৬ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৪২ হাজার টনে। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে ভোজ্যতেলটির উৎপাদন বেড়েছে ৫৪ হাজার টন। এটাই রাশিয়ায় সয়াবিন তেল উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড। সূত্র: বণিক বার্তা।