এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: হাঁস-মুরগি উল্টো করে ঝুলিয়ে নিলে ২০০ টাকা জরিমানার বিধান রয়েছে আইনে। বাংলাদেশে পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইন চালু রয়েছে।

রাজধানীর সোনারগাঁ হোটেলে (বুধবার, ৩০ মে) ব্যবসা সহজ করার ক্ষেত্রে নেওয়া সংস্কার উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি জানাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম এ তথ্য জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)  এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

বদরুল আলম বলেন, ‘ব্যবসা সহজ করতে আইন নয়, সমস্যা আইনের প্রয়োগ করার মতো লোক নেই। আইন সংস্কার নিয়ে যত কাজ হয়, প্রয়োগের ক্ষেত্রে তেমন কাজ হয় না। যুক্তরাষ্ট্রে ২৫ কোটি মানুষের জন্য বিচারকের সংখ্যা ৮৫ হাজার। বাংলাদেশে ১৬ কোটি মানুষের ক্ষেত্রে এ সংখ্যা ১ হাজার ২০০ জন। বিচারকেরা বসার জায়গা পান না। এজলাসের সংখ্যা কম। এসব সমস্যার সমাধান আগে দরকার।’

এর আগে আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফাওজুল আজিম বলেন, ১০-১২টি আইন সরাসরি ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত। এসব আইনের কয়েকটির বয়স ১০০ বছর পেরিয়ে গেছে। ফলে এখনকার ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইন খাপ খাওয়াতে পারছে না। এসব আইন হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) নিবন্ধক রুহিদাস জদ্দার, ঢাকা চেম্বারের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির, বিডার সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, পরিচালক তৌহিদুর রহমান খান, মো. আরিফুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: প্রথম আলো।