হাবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্ব পাই দিবস পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। দিবসটি উপলক্ষে বুধবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে এ দিবসটি পালিত হয়।  সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে কেক কেটে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। এরপর ড. এম. এ. ওয়াজেদ আলী ভবনের সামনে থেকে র্যালী বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এরপর দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ দিবসটির তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান  প্রফেসর ড. মু. মামুনুর রশিদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম । বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মু. সাইফুর রহমান। মূখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. অখিল চন্দ্র পাল ।

 মূখ্য আলাচোক বলেন, “গণিত ও বিজ্ঞানের যে কয়টি সংখ্যা বিশেষ গুরুত্ব পেয়ে আসছে ‘পাই’ তার মধ্যে অন্যতম। বিজ্ঞান মেনে জাতি গঠনে গণিত শিক্ষার বিকল্প নেই।” গণিত শেখার প্রতি মনোযোগী হয়ে গণিত ভীতি দূর করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রফেসর ড. অখিল চন্দ্র পাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায়।  আলোচনা সভায় বিজ্ঞান অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।