নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০১৮ উপলক্ষে ১৮ বছরের মধ্যে যাদের বয়স তারা বিনামূল্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ভুক্ত সব চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে।

অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিশু, শিক্ষার্থী, এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশাধিকার ফ্রি ঘোষাণা করেছে মন্ত্রণালয়। সারাদিন এসব শিশুরা চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে আসন্ন বিজয়দিবস পালনের প্রস্তুতি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় মন্ত্রণালয়াধীন গুরুত্বপূর্ণ সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জাকরণ এবং মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে “সুখী-সমৃদ্ধ বাংলাদেশগঠনের লক্ষে ডিজিটাল-প্রযুক্তির সর্জনীন ব্যবহার এবং মুক্তিযুক্ত”শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার মোঃ শাহ আলম মেইলের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।