নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গ্রহণ করা ৪৮টি প্রকল্পে জুলাই ১৭ থেকে মে ১৮ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৫৮৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা। যার শতকরা হার ৭০.৮৯ ভাগ। এই ৪৮টি প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৮২৪ কোটি ২৫ লাখ টাকা।

মন্ত্রণালয়ের মৎস্য অধিদফতরের ২৬টি প্রকল্পে বরাদ্দকৃত ৪০৭ কোটি তিন লাখ টাকার মধ্যে ব্যয় হয় ২৭৮ কোটি ৫৪ লক্ষাধিক টাকা এবং প্রাণিসম্পদ অধিদফতরের মোট ২২টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৪১৭ কোটি ২২ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে প্রায় ৩০৫ কোটি ৭৭ লাখ টাকা।

অপরদিকে, ২০১৬-১৭ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ উপখাতের মোট ৫৬টি প্রকল্পে বরাদ্দ ছিল ৮২১ কোটি ৭৩ লাখ টাকা এবং একই সময়ে মোট ব্যয় হয়েছিল ৫৫৯ কোটি ৭১ লক্ষাধিক টাকা, যা মোট বরাদ্দের ৬৮.১১% ছিল।

এসময়ে মৎস্য অধিদফতরের ৩১টি প্রকল্পে বরাদ্দকৃত ৪১৯ কোটি ৯৬ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছিল ৩০৭ কোটি ৫৫ লক্ষাধিক টাকা এবং প্রাণিসম্পদ অধিদফতরের ২৫টি প্রকল্পে বরাদ্দকৃত ৪০১ কোটি ৭৭ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছিল ২৫২ কোটি ১৬ লক্ষাধিক টাকা।

আশা করা যাচ্ছে, ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দকৃত সমুদয় অর্থব্যয়ে প্রকল্পসমূহের ১০০% বাস্তবায়ন সম্ভবপর হবে। মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার মোঃ শাহ আলম এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।