অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দীর্ঘ ২ বছর পর রাশিয়ায় চাল সরবরাহের অনুমতি পেল পাকিস্তান। এরআগে পাকিস্তান থেকে আমদানীকৃত চালের গুণগত মানসংক্রান্ত জটিলতা ও চালে পোকা থাকার অভিযোগে পাকিস্তানি চাল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

নতুন করে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে রাশিয়া। ফলে দেশটিতে চাল সরবরাহে বাধা থাকলো না পাকিস্তানের। প্রাথমিকভাবে পাকিস্তানের খাদ্যনিরাপত্তা-বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে চারটি প্রতিষ্ঠান রাশিয়ায় চাল সরবরাহের অনুমতি পেয়েছে।

পাকিস্তানের খাদ্যনিরাপত্তা-বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব প্লান্ট প্রোটেকশনের টেকনিক্যাল কোয়ারেন্টিনের নির্বাহী পরিচালক সোহাইল শেহজাদ রাশিয়ার সঙ্গে গত বছর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আলাপ-আলোচনা করছিলেন। চলতি সপ্তাহে তার এ প্রচেষ্টা সফলতার মুখ দেখেছে।

প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে চাল সরবরাহের অনুমতি দিয়েছে রাশিয়া। এর মধ্যে দুটি করাচির, একটি লাহোরের এবং একটি পাঞ্জাবভিত্তিক প্রতিষ্ঠান। অন্য প্রতিষ্ঠানগুলোকে ভার্চুয়াল যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুমতি দেবে পাকিস্তানের প্লান্ট কোয়ারেন্টিন ডিভিশন।

২০১৯ সালের মে মাসে পাকিস্তানি চাল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া। এ সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। গত বছরের ফেব্রুয়ারি থেকে এ ঘটনার তদন্ত করছে রাশিয়া। তদন্ত শেষে পাকিস্তানের অন্যান্য চাল রফতানিকারক প্রতিষ্ঠানও রফতানির অনুমতি পাবে বলে জানা গেছে।

এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেইশি। এ সিদ্ধান্ত দেশ দুুটির সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, পাকিস্তান বিশ্বের ১৪০টি দেশে চাল রফতানি করে। এর মধ্যে ২৫ লাখ টন চালের বাজার রয়েছে রাশিয়ায়।

এগ্রিকেয়ার/এমএইচ