সজিবুল হৃদয়, লালপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে সাদা রঙয়ের ৩০ মণ ওজনের ভোলা নামে এক গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থী। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ১২ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন গরুর মালিক উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ঠাকুরপাড়া গ্রামের হাফিজুল রহমান।

হাফিজুল ইসলাম জানান, ৪ বছর আগে হাট থেকে গরুটি কিনে নিয়ে এসে সংসারে স্বচ্ছলতা ফিরাতে বাড়িতে লালনপালন শুরু করেন। শখের বসে নাম রেখেছেন ভোলা। প্রতিদিন ভোলাকে দেখতে বাড়িতে মানুষ ভিড় করে।

পড়তে পারেন: ভারতীয় গরু-মহিষে সয়লাব রাজশাহীর সিটি হাট

তিনি আরো জানান, গত কোরবানির ঈদে গরুটি ঢাকার হাটে তোলা হলে ৫ লাখ টাকা দাম উঠে। পরে তিনি গরুটি বাড়িতে ফিরিয়ে আনেন। তিনি আসা করছেন এবার কুরবানির ঈদে ১২ লাখ টাকায় গরুটি বিক্রি করতে পারবেন।

গুরুদাসপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, এটিই উপজেলার বড় গরু। প্রাণী সম্পদের পরামর্শে চার বছর ধরে ষাঁড় গরুটি হাফিজুল রহমান পালন করছে। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রতিটি খামারে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ