আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন রিপোর্ট অনুযায়ী, এ মৌসুমে দক্ষিণ আফ্রিকা ৩০ লাখ টন ভুট্টা রফতানি করতে সক্ষম হবে বলে জানিয়েছে।

রিপোর্টে বলা হয়, তৃতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকায় ভুট্টার ফলন বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। ২০২১-২২ বিপণন মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ১ কোটি ৬০ লাখ টনেরও বেশি ভুট্টা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে দেশটির ২৭ লাখ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। ইউএসডিএ জানায়, তুলনামূলকভাবে স্থানীয় বাজারে ভুট্টার আকর্ষণীয় দাম রয়েছে। আবহাওয়াও অনুকূলে। মূলত এসব কারণেই ভুট্টা আবাদে দক্ষিণ আফ্রিকার কৃষকদের আগ্রহ বাড়ছে।

আবাদ ও উৎপাদন বাড়লেও ২০২১-২২ বিপণন মৌসুমে কৃষিপণ্যটির রফতানি কমতে পারে। ২০২০-২১ মৌসুমে রফতানির পরিমাণ ছিল ৩৫ লাখ টন। সে হিসাবে রফতানি কমবে পাঁচ লাখ টন। রিপোর্টে বলা হয়, ২০২১-২২ মৌসুমে দেশটির ভুট্টার বাণিজ্যিক চাহিদাও স্বল্পমাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে। চাহিদার পরিমাণ দাঁড়াবে ১ কোটি ১৮ লাখ টনে।

 

এগ্রিকেয়ার/এমএইচ