উত্তরাঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ৩ দিন দেশের উত্তরপশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০১৯) থেকে মৃদু শৈত্য প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর, ২০১৯) বাংলাদেশ আবাহওয়া অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের জেলা সমুহের জনসাধারণকে শীতের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। আগামী শনিবার (২১ ডিসেম্বর) এর পর থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে।