নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ৪ জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় শুরু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ মে) সন্ধ্যা ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়াবিদ মোস্তাফা কামাল পলাশ জানান, রংপুর বিভাগের ঠাকুরগাঁ, নীলফামারী ও লালমনিরহাট জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় শুরু হয়েছে যা দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ফলে রাত সাড়ে ১০ টা থেকে ১২ টার মধ্যে এই ঝড় দিনাজপুর ও রংপুর, এবং ১২ টা থেকে ২ টার মধ্যে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ও সুনামগঞ্জের উপর দিয়ে আর একটি কলাবৈশাখি ঝড় প্রবাহিত হচ্ছে যা রাত সাড়ে ১০ টা থেকে ১২ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পূর্বে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টার মধ্যে আর একটি কালবৈশাখী ঝড় একই পথে প্রবাহিত হয়ে রাত ১০ টার বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর এই ২ টি কালবৈশাখী ঝড়ের কারণে সিলেটে ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে চলমান বন্যা পরিস্হিতির অবনতি হবে নিশ্চিত করেই।

পড়তে পারেন: কাঁঠাল পাকার আগে ফেটে যায়, করণীয় ‍কি?

গত ২৪ ঘন্টায় খুলনা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটি ৪৮ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী পাঁচদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে এবং আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. যা অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার বেগে বাড়তে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৭ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ