নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও ৩০ হাজার মেট্রিক টন সার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সহ মোট ৮০ হাজার মেট্রিক টন সার কেনার জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২০) সরকারের ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

৮০ হাজার মেট্রিক টনের মধ্যে কাতার ও সৌদি আরব থেকে ১১১ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ১২৪ টাকাসহ মোট ১৭৩ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হচ্ছে। বাকি সার কাফকো থেকে কেনা হবে।

সংবাদ সম্মেলনে আরোও জানানো হয়, বৈঠকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) কাতারের মুনতাজাত প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ৫৫ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৫৬২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

এছাড়া কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৫ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৫৬২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ