ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: স্পেন, ফ্রান্স, ইটালি, ব্রিটেনের মতো দেশকে পিছনে ফেলে, মৃত্যুর নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত।দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৮৪৮ জনের। এ নিয়ে মোট ৫৮ হাজার ৩৯০ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

তথ্য অনুসারে, মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২২ হাজার ৪৬৫ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৬ হাজার ৬১৪ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ৩১৩ জন। কর্নাটকে মৃতের সংখ্যা দিল্লির থেকেও বেশি (৪,৮১০)। অন্ধ্রপ্রদেশ (৩,৩৬৮), উত্তরপ্রদেশ (২,৯৮৭), গুজরাত (২,৯০৮), পশ্চিমবঙ্গ (২,৮৫১) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। মধ্যপ্রদেশেও মোট মৃত্যু এক হাজার ছাড়িয়ে বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে পঞ্জাব, রাজস্থান, তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, গোয়া-র মতো রাজ্যগুলি।

প্রায় দেড় সপ্তাহ পর সোমবার সংক্রমণ হার ১০ শতাংশ ছাড়িয়েছিল। আজ তা ফের নামল সাত শতাংশের নীচে। গতকালের তুলনায় আজ করোনা পরীক্ষাও হয়েছে অনেক বেশি বলে দাবি স্বাস্থ্য বিভাগের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৯৭৫ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশের মোট আক্রান্ত হলেন ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৩ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৬২৬ ও ১৭ হাজার ৭৮ জন। অর্থাৎ আক্রান্ত বৃদ্ধির নিরিখে আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতের এগিয়ে থাকার পরিসংখ্যান আজও অব্যাহত। বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৭ লক্ষ ৩৯ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৬ লক্ষ ২২ হাজার।

৫৮ হাজার মৃত্যু নিয়ে বিশ্বে চতুর্থ স্থানে ভারত শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।