অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার গম নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে জাহাজটি রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় ডুবে যায়।

আগের দিন মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রিজ’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।

পড়তে পারেন: উৎপাদন শঙ্কায় গম রফতানি বন্ধ করবে ভারত

সমতার কর্মকর্তা জামাল হোসেন জানান, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক শস্যবাজারে টানাটানি শুরু হয়েছে। পণ্যের সরবরাহ সংকট ও দামে বেশ নাড়িয়ে তুলেছে বিশ্বকে। এর মধ্যে আবার ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে গমের দাম।

বিশ্বের গম কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র যুক্তরাষ্ট্রের শিকাগোর বাজারে গমের মূল্য সূচক ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর বিশ্ব বাজারে গমের দাম ৬০ শতাংশ বেড়েছে যার প্রভাবে রুটি, নুডলস থেকে শুরু করে গমজাত সব পণ্যের দামই বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে আমদানিনির্ভর সব দেশেই।

পড়তে পারেন: প্রতিবেশী হওয়ায় ভারত থেকে গম আমদানিতে কোন বাধা নেই

এর মধ্যে ভারতের তাপপ্রবাহ বিপদ আরও বাড়িয়েছে। তীব্র গরমে ফলনে ক্ষতি হওয়ায় ভারতের বাজারে গমের দাম রেকর্ড পর্যায়ে পৌছেছে। এ প্রেক্ষাপটে এ পণ্যটির রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দিল্লি। অবশ্য সরকারি কর্মকর্তারা একে বলছেন ‘সাময়িক নিষেধাজ্ঞা’।

ভারতের সরকার জানিয়েছে, গম রপ্তানির ওপর এরই মধ্যে যেসব ঋণপত্র ছাড় করা হয়েছে সেগুলোর ভিত্তিতে ওই পরিমাণ গম রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া যেসব দেশের জরুরি খাদ্য প্রয়োজন, কেবল তাদের সরকারিভাবে গম রপ্তানি করা হবে। এর বাইরে সাধারণ সব রপ্তানি বন্ধ।

জি সেভেন জোটের দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপানের কৃষিমন্ত্রীরা জার্মানিতে এক বৈঠকে ভারতের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

পড়তে পারেন: ইউক্রেনের গম উৎপাদনে শঙ্কা, বিশ্বজুড়ে সংকট ঘনীভূত

জার্মানির খাদ্য ও কৃষিমন্ত্রী কেম ওসডেমির বলেন, “যদি সবাই রপ্তানিতে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ দিতে শুরু করে তাহলে সংকট আরও খারাপের দিকে যাবে।”

 

এগ্রিকেয়ার/এমএইচ