নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বগুড়ার শাজাহানপুরে জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের জমির ধান কেটে নিয়েছেন পাওনদার। জহুরুল পেশায় অটোরিকসাচালক। ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের টাকা না পেয়ে ধান কেটে নেন বলে জানা  গেছে।

এ ঘটনায় সোমবার (২৬ এপ্রিল) বিকেলে জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। জহুরুল ইসলাম উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনীয়া চাঁদবাড়িয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

অটোরিকশাচালক জহুরুল ইসলাম জানান, প্রতিবেশী মৃত ইছামদ্দিনের ছেলে সাহেব আলীর (৫৫) বাড়িতে অটোরিকশাটি চার্জ দিতাম। চার্জ দেয়া বাবদ সাহেব আলী ৯শ’ টাকা পান। সোমবার সকালে বাড়ির পাশের জমিতে লাগানো ধান কাটতে গেলে জহুরুল ইসলামের কাছে পাওনা টাকা চান সাহেব আলী। টাকা না থাকায় ধান বিক্রি করে পরিশোধ করতে চাইলে সাহেব আলী অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে লোকজন নিয়ে এসে ওই ৯ শতক জমির ধান কেটে নিয়ে যান। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১১ হাজার টাকা।

এ বিষয়ে জানতে চাইলে সাহেব আলী জানান, জহুরুল ইসলামের কাছ থেকে মোট এক হাজার তিনশত টাকা পাই। জমির ধান না নিলে ওই টাকা পাওয়া যেত না।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এগ্রিকেয়ার/এমএইচ