নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বছরে দেশে উৎপাদিত ৫৪ লাখ টন ভুট্টা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টন ভুট্টার তেল আহরণ করা সম্ভব। যার বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। ভুট্টার তেল তৈরির পাশাপাশি ভুট্টা থেকে কর্ন ফেক্স, কর্ন চিপস্ তৈরি করাও সম্ভব। এ তথ্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের।
আরো জানতে পড়ুন: দেশে বাণিজ্যিকভাবে ভুট্টা থেকে তেল উৎপাদন
বিস্তারিত: https://www.youtube.com/watch?v=Jp-U_bjatxA