ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মাছ চাষ আমাদের দেশে বেশ লাভজনক একটি পেশা। দেশে বর্তমান সময়ে পুকুরে শিং মাছ ব্যাপকহারে চাষ হচ্ছে। তবে এই মাছ চাষে সবচেয়ে বড় সমস্যা হল মাছের ব্যাকটেরিয়া জনিত রোগ। আসুন জেনে নিই শিং মাছের ব্যাকটেরিয়া জনিত রোগের লক্ষণ ও তার প্রতিকার সম্পর্কে-

লক্ষণ:
১. শিং মাছের ব্যাকটেরিয়া জনিত রোগ হলে আক্রান্ত মাছ খাদ্য গ্রহণ করতে চায় না।
২. আক্রান্ত মাছ ভারসাম্যহীন হয়ে পড়ে এবং মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে চলাচল করে।
৩. শিং মাছের শরীর সাদাটে রং ধারণ করে ও লেজে পঁচন ধরতে শুরু করে।
৪. শিং মাছের শরীরে শ্লেষ্মার পরিমাণ অনেকগুনে কমে যায়।
৫. শিং মাছ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে ২ থেকে ৭ দিনের মধ্যে ব্যাপক মড়ক লক্ষ্য করা যায়।

প্রতিকার:

১.শিং মাছ ব্যাকটেরিয়া জনিত রোগের দ্বারা আক্রান্ত হলে পুকুরে প্রতি শতকে ৩০০ থেকে ৫০০ গ্রাম হারে চুন এবং লবন প্রয়োগ করতে হবে।
২.শিং মাছের পুকুরে প্রতি শতকের ৩ ফুট গভীরতার জন্য ৫ থেকে ৭ গ্রাম হারে সিপ্রোফ্লোক্সাসিন ৩ থেকে ৪ দিন প্রয়োগ করতে হবে।
৩.শিং মাছের পুকুরে প্রতি কেজি খাবারের সাথে ১ থেকে ২ গ্রাম সিপ্রোফ্লোক্সাসিন মিশিয়ে ৫ থেকে ৭ দিন খাওয়াতে হবে।৪.প্রয়োজনে পুকুরের পানি পরিবতর্ন করে নিতে হবে এবং সঠিক ঘনত্বে শিং মাছ চাষ করতে হবে।

শিং মাছের ব্যাকটেরিয়া জনিত রোগের লক্ষণ ও তার প্রতিকার শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার /এমবি