ঝড় বৃষ্টি

আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাত ১টা পর্যন্ত যেসব স্থানে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি হবে তার তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর, ২০১৯) দুপুরের পর বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।



আবহাওয়া অফিস সূত্র জানায়, অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ((২৯ সেপ্টেম্বর, ২০১৯) রাত ১টা পর্যন্ত দেশের একাধিক স্থানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি হতে পারে।

সূত্র জানায়, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্য জায়গায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রাত ১টা পর্যন্ত যেবস স্থানে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে নেয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ, অবিলম্বে সকল দেশকে জলবায়ু চুক্তি মানার আহ্বান