অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২ শতাংশ কমেছে।

কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ায় দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। যদিও শুষ্ক আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে শীতকালীন গম উৎপাদন নিয়ে উৎকন্ঠা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

এদিকে সয়াবিনের দামও কমেছে। কারণ বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ চীনে তেলবীজটির চাহিদা কম। করোনা সংক্রমণ আবারো ব্যাপক হারে বাড়ায় মাড়াই প্রতিষ্ঠানগুলো আমদানি কমিয়ে দিয়েছে।

ফিউচারস ইন্টারন্যাশনালের বিশ্লেষক টেরি র্যালি জানান, যুক্তরাষ্ট্রের শীতকালীন গম আবাদি অঞ্চলগুলোয় শুষ্ক আবহাওয়ার প্রভাব তীব্র হচ্ছে। চলতি সপ্তাহে পরিস্থিতি থেকে উত্তরণে পদক্ষেপ নেয়া হতে পারে। নতুন করে আবাদ করা গমের ৭৫ শতাংশ অঞ্চলই খরার কবলে পড়েছে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

এবার আর্জেন্টিনায় গম উৎপাদন নিয়ে উদ্বেগ

১৫ লাখ টন ছাড়াতে পারে ভারতের গম রফতানি

জানুন উচ্চ ফলনশীল গমের নতুন জাত সম্পর্কে, শীষে ৪০ দানা

অবশেষে গম, সয়াবিন, ভুট্টার দাম কমলো

শিকাগো অব বোর্ডে, প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৮ ডলার ১৬ সেন্টে। অন্যদিকে সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি বুশেল ১৪ ডলার ৩৬ সেন্টে চুক্তি হয়েছে। তবে ভুট্টার দাম দশমিক ১ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৬ ডলার ৬৪ সেন্টে উন্নীত হয়েছে।

সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার খাদ্যশস্য রফতানিসংক্রান্ত চুক্তি সম্প্রসারণের কারণে বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ আবারো স্বাভাবিক হয়ে উঠছে। এতে রাশিয়ান গমের দাম লক্ষণীয় মাত্রায় কমেছে।

এগ্রিকেয়ার/এমএইচ