আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে ফ্রান্সে। ফলে দেশটিতে চলতি বছর ভুট্টা উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ১৯৯০ সালের পর এরকম ভয়াবহ খরা দেখা যায়নি। ওয়ার্ল্ড গ্রেইন ডটকমের তথ্যমতে ভুট্টা উৎপাদন প্রায় তিন দশকের সর্বনিম্নে নামার আশঙ্কা তৈরি হয়েছে। এবার আর্জেন্টিনায় গম উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তীব্র খরার কারণে এ বছর আর্জেন্টিনায় গম উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পূর্বাভাস দিয়েছে রোজারিও গ্রেইন এক্সচেঞ্জ। ২০২২-২৩ মৌসুমে দেশটিতে শস্যটির উৎপাদন ও রফতানি-দুটোই কমবে।

রোজারিও গ্রেইন এক্সচেঞ্জ বলছে, এবার গত মৌসুমের তুলনায় ৫০ শতাংশ কম গম রফতানি করবে আর্জেন্টিনা। রফতানির পরিমাণ দাঁড়াবে ৭০ লাখ টনে। গত বছর দেশটি ১ কোটি ৪৫ লাখ টন রফতানি করেছিল।

পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর লাতিন আমেরিকার দেশটিতে সব মিলিয়ে ১ কোটি ১৮ লাখ টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত বছর উৎপাদন হয়েছিল ২ কোটি ৩০ লাখ টন। পূর্বাভাস সত্য হলে এটি হতে যাচ্ছে ২০১৪-১৫ বিপণন মৌসুমের পর সর্বনিম্ন উৎপাদন।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

১৫ লাখ টন ছাড়াতে পারে ভারতের গম রফতানি

জানুন উচ্চ ফলনশীল গমের নতুন জাত সম্পর্কে, শীষে ৪০ দানা

অবশেষে গম, সয়াবিন, ভুট্টার দাম কমলো

ভারত থেকে আবার গম আমদানি শুরু

তবে রোজারিওর তুলনায় বুয়েন্স আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জ কিছুটা আশাবাদী পূর্বাভাস দিয়েছে। এক্সচেঞ্জটি বলছে, এ মৌসুমে আর্জেন্টিনায় ১ কোটি ২৪ লাখ টন গম উৎপাদন হবে।

মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের দেয়া তথ্য বলছে, ২০২১-২২ বিপণন মৌসুমে আর্জেন্টিনা বিশ্বের ষষ্ঠ শীর্ষ গম রফতানিকারক ছিল। কিন্তু চলতি মৌসুমে তালিকায় এক ধাপ পিছিয়ে যেতে পারে দেশটি।

শস্য বিষয়ে ফ্রান্সভিত্তিক স্ট্র্যাটেজি গ্রেইনস এক প্রতিবেদনে জানায়, চলতি বছর ইউরোপে গম উৎপাদনও কমে যেতে পারে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৩ বিপণন মৌসুমে এ অঞ্চলে গম উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১২ কোটি ৪১ লাখ টনে। ২০২১-২২ মৌসুমে যা ছিল ১২ কোটি ৯৮ লাখ টন।

এগ্রিকেয়ার/এমএইচ