অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: স্কুল শিক্ষার্থীদের জীবনের শুরু থেকেই সঞ্চয়ী হিসেবে গড়ে তুলেতে কিশোরগঞ্জে সম্প্রতি স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮ আনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে ন্যাশনাল ব্যাংক উক্ত কনফারেন্সের আয়োজন করে।

কনফারেন্স উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় কমিউনিটি সেন্টারে আলোচনা সভার সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুন্সী আবু জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম), বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক, ময়মনসিংহ, খোন্দকার আব্দুল কাইয়ুম, ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, স্কুল ব্যাংকিং কনফারেন্সের আহ্বায়ক ন্যাশনাল ব্যাংকের কিশোরগঞ্জ ব্যবস্থাপক শেখ শাহীনুজ্জামানসহ আরও অনেকে। সভায় বক্তারা স্কুল ব্যাংকিং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে লিড ব্যাংক ন্যাশনাল ব্যাংকসহ  সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতধিক শিক্ষার্থী-শিক্ষক ও অভিাভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর জনসংযোগ শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।