চাল রপ্তানিতে ১৫% প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চাল আমদানিতে শুল্ক কর বৃদ্ধি, আজ থেকেই কার্যকর করা হয়েছে। শতকরা ২৮ ভাগ এ শুল্ক কর বৃদ্ধি কর হয়েছে।

আজ বুধবার (২২ মে) জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত এসআরও নং ১৩০ জারী করেছে। যা আজ থেকেই কার্যকর হবে।



এতে বলা হয়েছে, চাল আমদানি নিরুৎসাহিত করতে চালের উপর বর্তমানে প্রযোজ্য আমদানি শুল্ক ২৫ ভাগ বহাল রেখে রেগুলেইর ডিউটি ৩ ভাগ হতে বৃদ্ধি করে ২৫ ভাগ করা হয়েছে। একই সাথে এ সকল পণ্যের উপর ৫ ভাগ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে।

ফলে চাল আমদানির ক্ষেত্রে মোট করভার ৫৫ (কাস্টমস ডিওটি শতকরা ২৫ ভাগ + রেগুলেটরি ডিওটি  শতকরা ২৫ ভাগ + অগ্রিম আয়কর শতকরা ৫ ভাগ) উন্নিত করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মো. মোশররফ হোসেন ভুঁইয়া এনডিসি বলেন, চলতি অর্থ বছরে ১০ মাসে প্রায় ৩ লাখ ৩ হাজর মেট্রিক টন চাল আমাদনি করা হয়েছে।

এতে দেশীয় কৃষকগণ কর্তৃ উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে চাল বিক্রয় করতে বাধ্য হচ্ছে। যার ফলে প্রান্তিক কৃষকগণ আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

আরও পড়ুন: দুই বছরে ভারত থেকে চাল আমদানি ২৪ লাখ মেট্রিক টন

কৃষকগণকে আর্থিক ক্ষতি হতে রক্ষা কল্পে প্রধানমন্ত্রীর সদয় অনুশাসন অনুযায়ী আমরা আমদানি পর্যায়ে চালের উপর আদমদানি শুল্ক কর বৃদ্ধি করেছি।

জাতীয় রাজস্ব বোর্ড এর সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, চাল আমদানিতে শুল্ক কর বৃদ্ধি, যা আজ থেকেই কার্যকর হওয়ায় এবার ধানের দামে পাবেন কৃষকেরা।