ফল দেয়া সঠিক পেঁপে

মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, কৃষি প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রিয় বাগানী বন্ধুগণ ফল দেয়া সঠিক পেঁপে গাছ চেনার সহজ উপায় নিয়ে আজ আলোচনা করবো। ফল দেয়া সঠিক পেঁপেআমরা অনেক সময় পেঁপে গাছ চিনতে ভুল করে ফেলি। যাতে করে অনেক যত্নে গড়ে উঠা পেঁপে গাছ কেটে ফেলতে হয়।

সেই সময়ে অনেক কষ্ট হয়। সেদিক বিবেচনা করে পেঁপে গাছ চেনার কিছু সহজ পদ্ধতি বাতলে দিতে চাই। আসুন জেনে নেয়া যাক ফল দেয়া সঠিক পেঁপে গাছ চেনার সহজ উপায়।

সাধারণত; তিন ধরণের পেঁপে গাছ হয়ে থাকে। যেমন, স্ত্রী গাছ, পুরুষ গাছ ও উভয় লিঙ্গ গাছ। এদের মধ্যে পুরুষ গাছ বাদে অন্য দুটোতে ফল ধরে।



স্ত্রী গাছ: এ গাছে শুধুই স্ত্রী ফুল ধরে। ফুলের বোঁটা খুবই ছোট থাকে। বোঁটার সাথে ফল (ওভারি অথবা গর্ভাশয়) থাকে। প্রতিটি ফুল আলাদা থাকে। ফুলগুলো পাতার বোঁটার সংযোগস্থলের ঠিক উপর থেকে বের হয়।

পুরুষ গাছ: এ গাছে শুধুই পুরুষ ফুল ধরে। ফুলের বোঁটা অনেক লম্বা হয়। ফুল থোকায় থোকায় ধরে। ফুলের সাথে কোন ফল/গর্ভাশয় থাকে না।

উভলিঙ্গ গাছ: পেঁপের এই গাছে পুরুষ-স্ত্রী উভয় ধরণের ফুল ধরে। উভয়লিঙ্গ গাছের স্ত্রী ফুলেই কেবল পেঁপে ধরে। এমনকি পেঁপেগুলো সলিড হয়, ভিতরে ফাঁপা থাকে না। ওজন ও মিষ্টি অনেক বেশি হয়।

আরও পড়ুন: ছাদ বাগানে টবের জন্য মাটি তৈরির সহজ কৌশল

অনেক সময় আমরা উভয়লিঙ্গ গাছকে পুরুষ গাছ মনে করে কেটে ফেলি। নিশ্চয়ই এখন থেকে আমরা সে ভুল আর করবো না। সকলকে ধন্যবাদ।

লেখক: কৃষিবিদ মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার (এল.আর) ও পিএইচডি ফেলো, বিএসএমআরএইউ, গাজীপুর।

কর্মজীজনের শুরু থেকেই কৃষি প্রতিবেদন তৈরি ও ছাদবাগানে উদ্বুদ্ধ করতে নানা ধরণের পরামর্শমূলক তথ্য সরবরাহের মাধ্যমে দেশের কৃষির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কৃষিবিদ মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী।