রাকাবের গ্রাহকদের দ্রুত সেবা

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রাকাবের গ্রাহকদের দ্রুত সেবা প্রদান নিশ্চিতকরণের বিষয়ে পরামর্শ দিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খান।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ট্রেনিং ইন্সটিটিউটে BACH Operational Procedure, Cyber Security, SDGs & Innovation শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০১৯) এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ এবং আইসি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম।

প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে ৩ (তিন) দিনের এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন জোনের ২৫টি শাখার ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম সাজেদুর রহমান খান অনলাইন ব্যাংকিং এর যাত্রা শুরুর প্রাক্কালে এধরনের প্রশিক্ষণের তাৎপর্র্য উল্লেখ করে সকলকে নিষ্ঠা ও একাগ্রতার সাথে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান শাখা পর্যায়ে কাজে লাগানোর পাশাপাশি গ্রাহকদের দ্রুত সেবা প্রদান নিশ্চিতকরণের বিষয়ে পরামর্শ প্রদান করেন।