রাকাব এর পরিচালনা পর্ষদের

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- রাকাব এর পরিচালনা পর্ষদের ৪৯৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংক এর সার্বিক কর্মকাণ্ডের উপর ব্যাপক আলোচনায় ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ সোমবার (০৬ মে) ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর এবং পরিচালনা পর্ষদের পরিচালক রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক দেব দুলাল ঢালী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

ভেড়ার পশম সম্ভাবনাময় সম্পদ, জিডিপিতে যোগ হতে পারে শত কোটি টাকা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আলী আজ রাকাব পরিচালনা পর্ষদের ৪৯৬তম বোর্ড সভায় পরিচালক পদে যোগদান করায় রাকাব, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রাকাব এর পরিচালনা পর্ষদের ৪৯৬তম অনুষ্ঠিত সভার সংবাদটি ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা মোঃ জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।