অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের তৃতীয় নিলামে দাম বৃদ্ধি পেয়েছে। পণ্যটির গড় দাম আগের তুলনায় গড়ে কেজিপ্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

এদিকে নিলামে সরবরাহ করা চায়ের প্রায় সবটুকুই বিক্রি হয়েছে। এবার পণ্যটির গড় দাম কেজিপ্রতি ২৬০ টাকা হয়েছে। সম্প্রতি শ্রীমঙ্গলে শেষ হওয়া চায়ের আন্তর্জাতিক নিলামটি টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) পরিচালনায় সম্পাদন হয়।

নিলামে দেশের বাগানগুলো থেকে মোট ১৮ লাখ ৪ হাজার কেজি চা সরবরাহ হয়েছিল, যার ৯০ শতাংশ বিক্রি হয়েছে। প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম উঠেছিল ৩০০ টাকা। আর গড় দাম দাঁড়ায় ২৬০ টাকা।

শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রে চলতি বছরের ১৪ মে অনুষ্ঠিত চায়ের প্রথম আন্তর্জাতিক নিলামে ৫ লাখ ৫৭ হাজার কেজি চা বিক্রি হয়। গড় দাম ছিল ২৬০ টাকা। গত ২৫ জুন অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি চা বিক্রি হয়েছে। এ নিলামে পণ্যটির গড় দাম কমে দাঁড়ায় কেজিপ্রতি ২৪০ টাকায়।

এ হিসাবে সর্বশেষ চলতি মাসে নিলামে চায়ের গড় দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। সর্বশেষ নিলামে অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ন্যাশনাল ব্রোকার্স হাউজ, ইউনাইটেড ব্রোকার্স হাউজ, পূর্ব বাংলা ব্রোকার্স হাউজ, কেএস ব্রোকার্স হাউজ, এমএম ইস্পাহানি, আবুল খায়ের গ্রুপ, ম্যাগনোলিয়া টি, এইচআরসি টি, লিভার ব্রাদার্স ফ্রেশ টিসহ দেশের বড় বড় উৎপাদনকারী ও ক্রেতাপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা জানান, তিনটি নিলাম শেষে এ কেন্দ্রের ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবে টিটিএবি। সূত্র: বণিক বার্তা।