ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: অবশেষে ছাড়া পেল তাবলিগ জামাতের সদস্যরা। ভারতে আটক তাবলিগ জামাতের মালয়েশিয়ান নাগরিদের জামিন মঞ্জুর করেছেন দিল্লি কোর্ট।

গত মঙ্গলবার ৭ জুলাই ২০২০ নির্ধারিত ‘অর্থ বন্ডে’র বিপরীতে এই জামিন মঞ্জুর করা হয়। গত মধ্য-মার্চে দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ভিসা আইন ও করোনাভাইরাস সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগ আনা হয়।

দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গৌরমোহিনা কাউর অভিযুক্তদের মাথাপিছু ১০ হাজার রুপি জমা দেওয়ার নির্দেশ দেন। এই পর্যন্ত পুলিশ আটক ১২৫ মালয়েশিয়ানের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গত সোমবার অভিযুক্তরা ভিডিও কনফারেন্সের ম্যাধ্যমে হাজিরা দেন। আদালত ৫৯ জনের বিরুদ্ধে করা অভিযোগপত্র গ্রহণ করেন।

পুলিশের অপরাধ দমন বিভাগ স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে নয় শ বিদেশির নাম তালিকাভুক্ত করেছে। এ ছাড়া তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদ কান্ধলভিসহ আরো ছয়জনের বিরুদ্ধে ৩১ মার্চ অভিযোগ দায়ের করে।

অবশেষে ছাড়া পেল তাবলিগ জামাতের সদস্যরা শিরোনামে সংবাদের তথ্য মুসলিম মিরর থেকে নেওয়া হয়েছে।