নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল থেকে দেশের ৬ জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ (২ মাস) ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি ২০২১) আগামীকাল ১ মার্চ থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ/ এ সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রণালয়। এ বিষয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাটকা সংরক্ষণে আগামীকাল (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬টি জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।’

আগামীকাল থেকে ২ মাস সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা বিষয়ে এগ্রিকেয়ার২৪.কমকে তথ্য নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

এগ্রিকেয়ার/এমএইচ