কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের একাধিক জায়গায় হালকা বৃষ্টি ও মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এ বিষয়ে বাসস সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আজও (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রী সেলসিয়াস।

পরবর্তী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দেশের উত্তর-পশ্চিমাংশে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।

আজ দেশের একাধিক জায়গায় হালকা বৃষ্টি ও মাঝারি কুয়াশা থাকবে সংবাদটির তথ্য বাসস সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে।

পাঠক আবহাওয়াসহ কৃষির যে কোন সংবাদ পেতে agricare24.com ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকুন। আবহাওয়াসহ কৃষির সব খবর আপনার ফেসবুক পেজের চলে যাবে। এছাড়া আপনার এলাকার সংবাদও আমাদের মাধ্যমে তুলে ধরতে পারেন।

দেশে একমাত্র কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল হিসেবে এগ্রিকেয়ার২৪.কম নিয়মিত আবহাওয়ার খবর প্রকাশ করে থাকে।

আরও পড়ুন: নিরাপদ সবজি মাশরুমের ওষধিগুণ, চাষ পদ্ধতি ও ভালো ফলনের কৌশল