নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক আগাম সতর্কতা দিয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ থেকে সতর্ক করার জন্য প্রতিবছর কোটি কোটি টাকার মাল ও জান রক্ষা পায়। প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৬ এপ্রিল ২০২২) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে যে ভ্যাপসা গরম চলমান রয়েছে তা আরো দু’দিন স্থায়ী হতে পারে। এরপর শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। দেশের প্রায় প্রতিটি অঞ্চলে তীব্র তাপমাত্রায় জনজীবন দূর্বিষহ হলেও তা থেকে মুক্তি মিলবে। তবে, বৃষ্টি শুরু হলে তা চলবে আসন্ন ঈদের দিন পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ ব্যাপারে এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, বৃষ্টিপাতের সম্ভাবনা বলতে আগামী ২৯ এপ্রিল দেশের কয়েকটি স্থানে বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি হলে গরম কম হবে। শুক্রবার থেকে বৃষ্টি শুরু হলে ঈদ পর্যন্ত অর্থাৎ কয়েকদিন চলতে পারে।

পড়তে পারেন: নারকেল গাছের আঠাঝরা রোগের সমাধান

পূর্বাভাসে আবহাওয়া্বিদ মো: শাহীনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পাবনা অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।

গত সোমবার বিকেল ৪টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ গত ২৪ ঘন্টায় সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ২৩ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ রেকর্ড করা হয় একই অঞ্চলে।

পড়তে পারেন: নতুন সম্ভাবনা বারমাসি পিংক জাতের কাঁঠাল

এছাড়া রাজশাহীতে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের অধিকাংশ জায়গায় চলমান তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আগামী ৫ দিনের মধ্যে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আগামী দুইদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে এবং বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি.। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে।

আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আক্কু ওয়েদারের হিসাবে, ঢাকাসহ বেশির ভাগ শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হচ্ছে। শহরের কংক্রিটের অবকাঠামো, পিচঢালা সড়ক আর যানবাহনের ধোয়া এবং ধুলার কারণে বেশি তাপমাত্রার এই অনুভূতি হচ্ছে বলে আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন।

এগ্রিকেয়ার/এমএইচ