ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়ো ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশে আজ যেসব স্থান অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্মুখীন হবে তার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়া কিছু নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে  বাংলাদেশ আবহাওয়া অধিদফতর




আবহাওয়া অধিদফতর জানায়, দেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনJ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা (১ থেকে ৩) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: এ সময়ের কৃষি আবহাওয়ার বিশেষ সর্তকবার্তা

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজ যেসব স্থান অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্মুখীন হবে এ বার্তা দেখে সাবধানে পথ চলতে হবে।

এ সময়ে কৃষির বিষয়ে সতর্কতা হিসেবে বলা হয়েছে যেসব এলাকায় বোরো ধান প্রায় ৮০ ভাগ পেকে গেছে সেসব এলাকায় ধান কেটে ফেলতে হবে। ধান কাটার বাইরে অন্যান্য ফসলের দিকে মনোযোগ দিতে হবে।