নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সু-খবর দিলো আবহাওয়া দপ্তর। খুব অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস সরে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

আজ সোমবার (২৪ জানুয়ারি) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের নদী-অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে দপ্তর জানায়, ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব/ উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪২ মিনিটে।

তবে, সুখবর হিসেবে জানান, ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) এই সময়ের শুরুর দিকে বৃষ্টিপাত প্রবনতা হ্রাস পেতে পারে এবং এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায় ৭ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ও কক্সবাজারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: যেসব স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সিনপটিক অবস্থাঃ পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এগ্রিকেয়ার/এমএইচ