অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে জ্বালানি তেলসহ গ্যাসোলিন ও ডিসটিলেটের মজুদ লক্ষণীয় মাত্রায় বেড়েছে। এসব তথ্য জানিয়েছে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

রয়টার্স খবর প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ও ডিসটিলেটের মজুদ বৃদ্ধি এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। পাশাপাশি অর্থনীতিতে শ্লথগতির প্রবৃদ্ধির আশঙ্কা অপরিশোধিত জ্বালানি তেলের সংকুচিত সরবরাহে ভারসাম্য আনবে বলে প্রত্যাশা।

পড়তে পারেন: ধানের তুষের তেলের দিকে ঝুঁকছে ভারত

তথ্য বলছে, গতকাল আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের আগস্ট সরবরাহ চুক্তির দাম ১ ডলার ৭২ সেন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১১৬ ডলার ২৬ সেন্টে। সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম ১ ডলার ৩৫ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১১২ ডলার ৪৫ সেন্টে।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) আগস্ট সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৯৮ সেন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০৯ ডলার ৭৮ সেন্টে।

এগ্রিকেয়ার/এমএইচ