ইউক্রেনে গমের রফতানি মূল্য

আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বের সপ্তম শীর্ষ গম উৎপাদনকারী দেশ ইউক্রেনে গমের রফতানি মূল্য বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশটিতে প্রতি টন গমের রফতানি মূল্য সর্বোচ্চ ৬ ডলার বৃদ্ধি পেয়েছে।

মূলত বাড়তি রফতানি চাহিদা কৃষ্ণসাগরীয় অঞ্চলের এ দেশটিতে কৃাষপণ্যটির রফতানি মূল্য বেড়ে যাওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে  বলে সংশ্লিষ্টরা মনে করছেন। খবর রয়টার্স ও এগ্রিমানি।

কৃষিপণ্যবিষয়ক ইউক্রেনীয় পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্মের এক নোটে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে ইউক্রেনে ফ্রি অন বোর্ড চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ রফতানিযোগ্য প্রতি টন ব্ল্যাক সি ক্যাটাগরির গম ২০৪-২০৭ ডলারের মধ্যে বিক্রি হয়েছে। আগের সপ্তাহের তুলনায় কৃষিপণ্যটির রফতানি মূল্য টনে ৫ ডলার বেড়েছে।

সর্বশেষ সপ্তাহে একইভাবে ইউক্রেনের বাজারে ফ্রি অন বোর্ড চুক্তিতে ১১ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ রফতানিযোগ্য প্রতি টন ব্ল্যাক সি ক্যাটাগরির গম ২০৩-২০৬ ডলারের মধ্যে বিক্রি হয়েছে। আগের সপ্তাহের তুলনায় কৃষিপণ্যটির রফতানি মূল্য টনে সর্বোচ্চ ৬ ডলার বেড়েছে।

কৃষিপণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় থাকা ইউক্রেন পঞ্চম অবস্থানে আছে। গত বছর দেশটিতে রেকর্ড ৭ কোটি ৫১ লাখ টন গম উৎপাদন হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার জের ধরে চলতি বছর দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন কমে সাত কোটি টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

দেশটির ইতিহাসে সর্বোচ্চ গম রফতানি হয়েছিল গত ২০১৯ সালে। যার পরিমাণ মোট ২ কোটি ৫ লাখ টন। উৎপাদনে মন্দা ভাবের কারণে চলতি বছর ইউক্রেন থেকে কৃষিপণ্যটির রফতানি ১৪ শতাংশের বেশি কমে ১ কোটি ৭৫ লাখ টনে নেমে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউক্রেনে গমের রফতানি মূল্য বৃদ্ধি শিরোনামের সংবাদটির তথ্য বণিক বার্তা সংবাদ মাধ্যম থেকে নেয়া হয়েছে। পাঠক দেশ বিদেশের কৃষির সব সংবাদ আপনিও পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো।

আরও পড়ুন: ইলিশের দেখা মিলছে না পশ্চিমবঙ্গের জেলেদের জালে