ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজে মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার নিষিদ্ধসহ ১৩ দফা শর্ত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ঈদগাহ বা খোলা জায়গায় নামাজ আদায় করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গতকাল ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব শর্ত প্রকাশ করা হয়।

১৩ দফা শর্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আলেম-উলামাদের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে জানা যায়।

১৩ দফা শর্তের মধ্যে রয়েছে:

১. প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা; মসজিদে কার্পেট বিছানো যাবে না।

২. নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে।

৩. মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

৪. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং

ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৫ করোনা সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওজুর স্থানে সাবান/হ্যান্ডস্যানিটাইজার রাখতে হবে।

৬ মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।

৭. মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৮.আরো শর্ত হচ্ছে-মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৯ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে

এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

১০.শিশু, বৃদ্ধ, যেকোনো ধরনের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করবেন না।

১১. সর্বসাধারণের সুরক্ষার নিমিত্তে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

১২.করোনা সংক্রমণ রোধকল্পে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে।

এছাড়াও করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামদের অনুরোধ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের শর্তে খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।

ঈদুল আযহার নামাজে জায়নামাজ ও টুপি ব্যবহার নিষিদ্ধসহ ১৩ দফা শর্ত শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ প্রতিদিন থেকে সংগ্রহ করা হয়ছে।