ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গ্রামীণ অর্থনীতির অন্যতম উৎস হতে পারে হাঁস-মুরগি, গরু-ছাগল। তাই প্রয়োজন সঠিক পরিচর্যা। এই সময়ে এ প্রাণিসম্পদের যত্ন নিতে প্রস্তুতির প্রয়োজন রয়েছে।

তাই আসুন এই সময়ে গবাদি পশু-পাখির যত্ন নেওয়ার কৌশল জেনে নিই:

আর্দ্র আবহাওয়ায় পোলট্রির রোগবালাই বেড়ে যায়। তাই খামার জীবাণুমুক্তকরণ, ভ্যাকসিন প্রয়োগ, বায়োসিকিউরিটি এসব কাজগুলো সঠিকভাবে করতে হবে। আর্দ্র আবহাওয়ায় পোলট্রি ফিডগুলো অনেক সময়ই জমাট বেঁধে যায়। সেজন্য পোলট্রি ফিডগুলো মাঝে মাঝে রোদে দিতে হবে।

আরও পড়ুণ: গবাদিপশুর গলাফুলে গেলে করণীয়

বর্ষাকালে হাঁস মুরগিতে আফলাটক্সিন এর প্রকোপ বাড়ে। এতে হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এজন্য খাবারের সাথে সূর্যমুখীর খৈল, সয়াবিন মিল, মেইজ গ্লুটেন মিল, সরিষার খৈল, চালের কুঁড়া এসব ব্যবহার করা ভালো।গবাদি পশুকে পানি খাওয়ানোর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ দূষিত পানি খাওয়ালে নানা রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন:হাঁসের ওজন কমে মারা যাওয়া রোগের লক্ষণ ও চিকিৎসা

গো খাদ্যের জন্য রাস্তার পাশে, পুকুর পাড়ে বা পতিত জায়গায় ডালজাতীয় শস্যের আবাদ করতে হবে।
গরু, মহিষ ও ছাগল ভেড়াকে যতটা সম্ভব উঁচু জায়গায় রাখতে হবে।

এই সময় যেভাবে গবাদি পশু-পাখির যত্ন নিবেন শিরোনামে লেখাটি লিখেছেন কৃষিবিদ ফেরদৌসী বেগম। লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি