সারাদেশের পোল্ট্রি পণ্য ডিম

পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: এ সময়ে পোল্ট্রিতে রোগবালাই দমনে যেসব সতর্কতা নিতে হতে হবে তার মধ্যে অন্যতম হলো রাণীক্ষেত, পেটে পানি জমা, মাইকোপ্লাজমোসিস, ফাউল টাইফয়েড।

তবে পোলট্রি খামারির বেশ সর্তক থাকতে হবে। শীতকাল শেষ হয়ে গরম পড়ার সময়টিতে বেশ সতর্ক থাকা জরুরি। কারণ শীতকালে মোরগ-মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়।

সে কারণে রানীক্ষেত, মাইকোপ্লাজমোসিস, ফাউল টাইফয়েড, পেটে পানি জমা এসব রোগ দেখা দিতে পারে। তাই আগ থেকেই টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: পোল্ট্রি শিল্পের বিকাশে সকল সহায়তা করা হবে: কৃষিমন্ত্রী
মানসম্পন্ন পুষ্টি সরবরাহে বড় অবদান রাখছে পোল্ট্রি খাত

এ সময়ে পোল্ট্রিতে রোগবালাই দমনে যেসব সতর্কতা সেগুলোর মধ্যে ভিটামিন সি ও ভিটামিন ই এর অভাবের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। সেজন্য খাবারের সাথে ভিটামিন সরবরাহ করতে হবে।

তাপমাত্রার বৃদ্ধি ও কমে যাওয়ার কারণে বিরূপ আবহাওয়ায় মোরগ-মুরগীর খাবার গ্রহণেও অনীহা দেখা দেয়।

চৈত্র মাসে বেশ গরম পড়ে, তাই গবাদিপশুর এ সময় বিশ্রামের প্রয়োজন। আপনার গবাদিপশুকে ছায়ায় রাখতে হবে এবং বেশি বেশি পানি খাওয়াতে হবে, সেই সাথে নিয়মিত গোসল করাতে হবে। এছাড়া গবাদিপশুর গলাফুলা, তড়কা, বাদলা রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সূত্র: কৃষিতথ্য সার্ভিস।