ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বন্যপ্রাণী শিকারিদের দৌরাত্ম্য বেড়েছে করোনায়৷ ইউরোপের সংরক্ষিত বনাঞ্চলগুলোতে পশু ও পাখি শিকার করা হচ্ছে অবৈধভাবে৷ বিশেষ করে শিকারি পাখি ও স্টার্জন মাছ বেশি হুমকির মুখে৷

মানুষের এ আচরণের নির্মম শিকার বণ্যপ্রাণীরা। গুলি করে, ফাঁদ পেতে বা বিষ দিয়ে এদের হত্যাও করা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে ডিডব্লিউ।

ছবিতে যে কুকুরদুটো দেখতে পাচ্ছেন তাদের নাম ফ্যালকাও ও কার্লো। হাঙ্গেরিতে থাকে এরা৷ করোনা আসার পর বেড়েছে এদের ব্যস্ততা।

তারা বন্যপ্রাণীর বিরুদ্ধে অপরাধ চিহ্নিতকরণ দলের অংশ৷ কোথায় কোন ঈগল মরে পড়ে আছে, কোথায় মাংস পঁচে গেছে, কোথায় ডিম বিষাক্ত হয়ে আছে, এসব খুঁজে বের করা এদের কাজ৷

আরোও পড়ুন: বনরুই করোনা ছড়ানোর জন্য দায়ী?

করোনা সংকটেও বেড়েছে বণ্যপ্রাণী হত্যা সংবাদের তথ্যটি নেওয়া হয়েছে ডিডব্লিউ থেকে।