ফসল চাষাবাদ ও করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: কলার গাছে সিগাটোকা রোগের আক্রমণ হলে ফলন কমে যায়। এছাড়া এ রোগ দমন না করতে পারলে পুরো বাগানই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সঠিক পদক্ষেপ জরুরি।

লক্ষণ: এ রোগের আক্রমনে প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগগুলো বড় হয়ে বাদামি রঙ ধারণ করে।

প্রতিকার: আক্রান্ত গাচের পাতা পুড়ে ফেলতে হয়। প্রতি লিটার পানিতে ০.৫ মি.লি টিল্ট ২৫০ ইসি অথবা ১ গ্রাম বাভিস্টিন মিশিয়ে ১৫ দিন পর পর স্প্রে করা দরকার। সূত্র: কৃষি তথ্য সার্ভিস।