ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ১২ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ হিসেবে কালবৈশাখী ঝড় রাত পর্যন্ত হবে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১টা ৩০ মিনিট হতে এ কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সম্ভাবনার রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য উল্লেখ করেছে। হিসাব মতে কালবৈশাখী ঝড় রাত পর্যন্ত হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, দুপুর দেড়টা হত পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কি.মি বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: একাধিক স্থানে ঝড় হাওয়াসহ বজ্রবৃষ্টি

এদিকে নাটোর, সিরাজগঞ্জসহ একাধিক জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হচ্ছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।