নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল বুধবার (২১ অক্টোবর) থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আরও পড়ুন: আশা করি নতুন আলু এলে দাম কমে যাবে: কৃষিমন্ত্রী

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশ মোতাবেক আগামীকাল ২১ অক্টোবর বুধবার থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রয় শুরু করবে।

আরও পড়ুন: ফের নির্ধারণ করা হলো আলুর দাম

জন প্রতি ২ কেজি করে ২৫ টা দরে আলু বিক্রয় করা হবে। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মসুর ডালও নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে টিসিবি।এর আগে

এগ্রিকেয়ার / এমবি